সরাইল সদর উচ্চ বিদ্যালয় শিক্ষার আলো ঘরে ঘরে জ্বালো
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের শিক্ষা মন্ত্রনালয় ও শিক্ষা বোর্ডের নীতিকে পরিপূর্ণ অনুসরণ করে বিজ্ঞানমনস্ক ও সুশৃঙ্খল জীবন পদ্ধতি গঠণে একজন শিক্ষার্থীকে পুঁথিগত বিদ্যা শিক্ষার পাশাপাশি ব্যবহারিক জীবনমান, উত্তম নৈতিক চরিত্র ও মাধুর্য, মুক্ত চিন্তার বিকাশ, সুস্থ সংস্কৃতির চর্চা, শারিরীক-মানসিক-আত্মিক দৃঢ়তা এবং বিশ্বচ্যালেঞ্জ মোকাবেলায় যোগ্য নাগরিক তৈরির লক্ষেই “সরাইল সদর উচ্চ বিদ্যালয়” প্রতিষ্ঠিত। ১৯৯৩ সালে প্রতিষ্ঠানটি স্থাপিত হয়। বাংলাদেশ সহ সারা বিশ্বকে নেতৃত্ব দেয়ার গুণাবলী সম্পন্ন জাতি গঠণের অঙ্গীকার নিয়ে শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক-সুধিজনের সুচিন্তিত মতামত ও গঠণমূলক পরামর্শের ভিত্তিতে এ প্রতিষ্ঠানটি পরিচালিত হয়। । অত্র বিদ্যালয় মনোরম পরিবেশে শান্তিপূর্ণ সহাবস্থানে সুপ্ত মেধার দীপ্ত বিকাশ ঘটাতে সক্ষম হয়। বর্তমানে বিদ্যালয়টিতে ০২টি সুপরিসর ভবনে, মনোরম পরিবেশে, যাতায়াতের সর্বোচ্চ সুযোগ সম্পন্ন স্থান সরাইল সদর (হালুয়াপাড়া, সরাইল)। শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা লগ্ন থেকে শিক্ষা মন্ত্রনালয় ও শিক্ষা বোর্ডের অনুমতি নিয়ে এনসিটিবির কারিকুলামে বিজ্ঞ গর্ভানিং বডির পরিচালনায় শিশু থেকে দশম শ্রেণি পযর্ন্ত সুনামের সাথে পাঠদান করে আসছে। একজন শিক্ষার্থী যাতে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত পাঠ গ্রহণ করে জাতীয় ও আর্ন্তজাতিক পর্যায়ে কৃতিত্বের স্বাক্ষর রাখতে পারে সে জন্য ২৪ ঘন্টার রুটিন ওর্য়াকে তাকে পরিগঠণ করা হয়। সংক্ষিপ্ত ভাবে বলতে গেলে, অত্র প্রতিষ্ঠানে একজন শিক্ষার্থীর অন্তত ৬ষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত অধ্যয়ন করলে ১। সুষম ও গতিশীল ব্যক্তিত্ব অর্জন করতে সক্ষম হবে ২। সৎ, যোগ্য ও দক্ষ নেতৃত্বের গুনাবলী সম্পন্ন হয়ে উঠবে ৩। সুশৃঙ্খল জীবন আচার, সত্য–নিষ্ঠা, দেশপ্রেম, উদারতা, বিশ্ব সচেতন ও আধুনিক মানসিকতা সম্পন্ন আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠবে।
সরাইল সদর উচ্চ বিদ্যালয় কুমিল্লা শিক্ষা বোর্ডের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার আলোক বর্তিকা প্রজ্জ্বলন করে আসছে।